Sale & Rent a car or bike

Cart

Your Cart is Empty

Back To Shop

Sale & Rent a car or bike

Cart

Your Cart is Empty

Back To Shop
Sale!

Driver Wanted For Rent a Car in Dhaka

Original price was: $1,300.00.Current price is: $1,200.00.

Driver Wanted For Rent a Car in Dhaka

Driver Wanted For Rent a Car in Dhaka

কার ভাড়ার শর্তাবলি:
যা যা লাগবেঃ-
১) দৈনিক ১২-১৩ ঘন্টার ভাড়া ১২,০০ টাকা, প্রতি রাতে বাসায় দিয়ে যেতে হবে। বর্তমান ঠিকানার পানির বিলের ফটোকপি লাগবে। ড্রাইভারের বাড়ির মালিকসহ ২-৩ জন আত্মীয়ের মোবাইল নম্বর লাগবে।
২) NID/ বার্থ সার্টিফিকেট ও ২ বছরের ভাড়ায় চালানোর যোগ্যতার প্রমানপত্র বা লাইসেন্স এর ফটোকপি লাগবে।
৩) স্কুল ও চেয়ারম্যান সনদ সমূহের ফটোকপি এবং পরিবারের ১ জন গার্ডিয়ানের অনুমতিপত্র এবং ২ জন আত্মীয়ের স্বীকারোক্তি লাগবে।
৪) ঢাকা সিটিতে ড্রাইভারকে নিজ ভাড়া বাড়িতে বসবাস ও কার নিয়মিত ধুয়ে মুছে রাখতে হবে ও সপ্তাহে ১ দিন নিজ খরচে ফিলিং স্টেশনে কারটি ওয়াস করে কোম্পানীর গ্যারেজে রাখতে হবে।
৫) কোম্পানি বা তাদের লোক রাতে কার চালাতে পারবে এবং কিলোমিটার প্রতি ১০ টাকা গ্যাস খরচ ড্রাইভারকে প্রদান করবে।
৬) পেপার, ইঞ্জিন ডাউন, চাকা পরিবর্তন ব্যতিত কারের সকল পার্টস ক্রয় ও মেরামত কাজ এবং মামলা ফিস ভাড়া গ্রহিতাকে দিতে হবে। নিজ দোষে ছোট বা বড় এক্সিডেন্ট করলে, তার পার্টস ক্রয় ও মেরামতের ৫০% খরচ ড্রাইভারকে বহন করতে হবে।
৭) জিপিএস ও উবার বা ইনড্রাইভ বা পাঠাও এপের টার্কিং ওয়ালী মুহাম্মাদের কাছে থাকতে হবে, কম্পিউটার মনিটরিং এর জন্য ড্রাইভারকে সর্বদা কল ধরে সহায়তা করতে হবে। ঢাকা সিটির বাইরে বেড়াতে যাওয়া যাবে না।
৮) কোম্পানি ড্রাইভারকে জব এর আইডি কার্ড প্রদান করবে। এজন্য ২ কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। উল্লেখ্য যে, কোম্পানী যে কোন দিন, বিনা কারন দর্শানো ব্যতিত চুক্তি বাতিল করে কার ফেরত নিতে পারবেন।
৯) কোম্পানীর লোক বা এমডির আত্মীয় উক্ত মাসে ৩-৫ দিন ব্যবহার কারে করতে পারবে।
১০) রেজিষ্টেশনসহ বাইকের ক্রয়ের সমমূল্যের চেক জামানত রাখতে হবে। অতএব ড্রাইভারের ব্যাংক একাউন্ট থাকতে হবে।
১১) ভাড়াটিয়ার ক্ষেত্রে ফ্যামিলি থাকতে হবে ও বাড়িওয়ালার নাম ও মোবাইল নম্বর লাগবে। ব্যাচেলরগনকে বাইক ভাড়া দেয়া হয় না।
১২) ড্রাইভারকে তদন্ত ও যাচাই সম্পন্ন হলে, এডভান্স জমা বাবদ ১০,০০০ টাকা দিতে হবে। (ফেরতযোগ্য) উপরের সব কাগজপত্রের ফোটকপিসহ দিতে হবে। আর বর্তমান ঠিকানা পরিবর্তন হলে পুনরায় পানির বিলের কাগজ ও ঠিকানা জমা দিতে হবে। (তাৎক্ষণিকভাবে )
১৩) পেসেঞ্জার ৪ জনের বেশি বহন করা যাবে না, তবে বৈধ পার্সেল মালামাল ড্রাইভারকে নিজ দায়িত্বে বহন করতে পারবে। সরকারী নিয়ম ও গতি মেনে ড্রাইভ করতে হবে।
১৪) ঢাকা সিটিতে ৫০ কি:মি বেগের বেশি চালানো যাবে না, এ কার নিয়ে চাকরী করা যাবে না। এমনকি অন্য কাউকে কার চালাতে দেয়া যাবে না। ঢাকার বাইরে ৫০ কি:মি: বেশি দূরে গেলে কোম্পানির এমডি ওয়ালী মুহাম্মাদের অনুমতি ও আয়ের ৫০% দিয়ে কার সার্ভিস করে যেতে হবে। পেসেন্জারের আইডি কার্ড ও ফোন নম্বর হয়াস্ট এপে মেসেজ করতে হবে।
১৫) ছোট কোন পার্টস ক্রয়, মেরামত, ওয়াস, (পার্টস ক্রয়ে বা মেরামতে ড্রাইভারের দাবী থাকবে না), লিক সারানো, নিয়মিত কেইস খেলে, ৫০০ টাকার ছোট কাজ ও অকটেন ক্রয়, ইত্যাদি খরচ ড্রাইভারের আর পেপার আপডেড করা এবং ইন্জিন, মবিল, ফিল্টার ও চাকা চেঞ্জ করা কোম্পানির দায়িত্ব থাকবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Driver Wanted For Rent a Car in Dhaka”

Your email address will not be published. Required fields are marked *

SKU: car001 Category: Tag:

General Inquiries

There are no inquiries yet.

Sale!

Cart

Your Cart is Empty

Back To Shop